রেশন দুর্নীতি মামলায় ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে তৃণমূল কংগ্রেস বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিককে। তাঁর উপরেই মূলত জেলার নির্বাচন পরিচালনার দায়িত্ব দিত তৃণমূল কংগ্রেস। কিন্তু পরিস্থিতি বদলেছে। বালু ওরফে জ্যোতিপ্রিয়কে ছাড়াই আসন্ন লোকসভা নির্বাচনের মাঠে নামছে জোড়াফুল শিবির। আর সেকারণে তাঁর পরিবর্তে সাত জনের বিশেষ কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে কে কে রয়েছেন?
জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনা জেলার স্থানীয় নেতাদের ওই কমিটিতে রাখা হয়েছে। কমিটির চেয়ারম্যান নারায়ণচন্দ্র সাহা। তিনি হাবড়া পুরসভার চেয়ারম্যান। এছাড়াও বাকিরা হলেন সীতাংশু দাস, জ্যোতি চক্রবর্তী, নেহাল আলি, নীলিমেষ দাস, অজিত সাহা এবং তপতী দত্ত। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার প্রথম বৈঠক করবেন ওই কমিটির সদস্যরা।
উত্তর ২৪ পরগনার নির্বাচন এবং সংগঠনের অনেকটাই দায়িত্বভার ছিল জ্যোতিপ্রিয় মল্লিকের উপর। কিন্তু ২০২৩ সালের অক্টোবর মাসে তাঁকে গ্রেফতার করে ED। তারপর তাঁকে মন্ত্রিত্ব থেকেও সরিয়ে দেওয়া হয়।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মত, জ্যোতিপ্রিয় মল্লিকের জেলে থাকার ফলে অনেকটাই চিন্তা বেড়েছে তৃণমূল শিবিরে। কারণ ভোট পরিচালনার অধিকাংশ দায়িত্ব ছিল তাঁর উপরেই। তিনি জেলে থাকার জন্যই নতুন কমিটি গঠন করল তৃণমূল কংগ্রেস।