পুরবোর্ড গঠনের পরেই বনগাঁয়(Bangaon) প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব(TMC Conflict)। শুক্রবার পরাজিত কংগ্রেস প্রার্থীকে(Congress Candidate) নিয়ে দলেরই পুরপ্রধানের বিরুদ্ধে থানায় বিক্ষোভ(Agitation) দেখালেন তৃণমূলের(TMC) উপ-পুরপ্রধান জ্যোৎস্না আঢ্য।
জানা গেছে, দোলের দিন(Holi 2022) বনগাঁর ৩ নম্বর ওয়ার্ডে কয়েকটি ক্লাবের মধ্যে দফায় দফায় গন্ডগোল হয়। এলাকাবাসীর অভিযোগ, বাড়িতে ঢুকে হুমকি দেওয়ার পাশাপাশি, মহিলাদের মারধর করা হয়। এরপরই পরাজিত কংগ্রেস প্রার্থী ও আত্মীয় মলয় আঢ্যকে নিয়ে থানায় যান উপ-পুরপ্রধান(Vice Chairman)। সেখানে আবার দু’পক্ষের মধ্যে ফের সংঘর্ষ বাধে। পুলিশের(Police) সঙ্গেও ধস্তাধস্তি হয়। এরপর থানার বাইরে শুরু হয় বিক্ষোভ।
আরও পড়ুন- Jhalda case: ঝালদার কংগ্রেস কাউন্সিলর হত্যার ঘটনায় গোপন জবানবন্দি দিলেন তাঁর স্ত্রী
উপ-পুরপ্রধানের অভিযোগ, হামলার নেপথ্যে রয়েছে পুরপ্রধান(Chairman) গোপাল শেঠের অনুগামীরা। যদিও পুরপ্রধানের পাল্টা দাবি, কংগ্রেসের পরাজিত প্রার্থীকে নিয়ে তাঁর বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর বিষয়টি দলের ঊর্ধ্বতন নেতৃত্বকে জানানো হবে। দল(TMC) এরপর যা ব্যবস্থা নেওয়ার নেবে।