ভোটের শেষলগ্নেও উত্তপ্ত হয়ে উঠল আসানসোলের(Asansol) বিভিন্ন এলাকা। পুরভোটের(Municipal Election 2022) দিন সকাল থেকেই শাসকদলের বিরুদ্ধে দফায় দফায় অভিযোগ করেন বিরোধীরা। শনিবার আসানসোল পুরনিগমের(Asansol Corporation) বিভিন্ন জায়গায় ছাপ্পা ভোট, ভোট লুঠ, বুথ দখলের অভিযোগ ওঠে শাসকদলের বিরুদ্ধে।
আরও জানা গেছে, ভোটপর্ব চলাকালীন দফায় দফায় বোমার(Bombing) শব্দ শোনা যায় আসানসোলে(Asansol)। বিভিন্ন এলাকা থেকে বহিরাগত ভোটারদের ধাওয়া করে তাড়িয়ে দেয় পুলিশ(Police)। কিন্তু তাঁদের অনুপস্থিতিতেই আবার স্বমহিমায় দেখা দেয় বহিরাগতরা। পুলিশের(Police) সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বহিরাগতরা। চলে ব্যাপক ইটবৃষ্টি, বোমাবাজি(Bombing)। আক্রান্ত হন এক পুলিশ আধিকারিক। অবশেষে বিশাল পুলিশবাহিনী(Police Force) এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন- Asansol Municipal election: ''গুলি করেন দিন আমাদের!', পুলিশের সঙ্গে বচসা বিজেপি প্রার্থীর
উল্লেখ্য, শনিবার সকাল থেকেই আসানসোলের(Asansol) বিভিন্ন বুথে বিরোধী দলের এজেন্টদের ওপর হামলার অভিযোগ ওঠে শাসকদলের বিরুদ্ধে। বিভিন্ন জায়গায় আক্রান্ত হন বিজেপি(BJP), বাম(Left), এমনকী নির্দল প্রার্থী, এজেন্টরাও।