সাধারণ মানুষের মত নিয়েই এবার প্রার্থীতালিকা তৈরি করবে তৃণমূল, আগেই জানিয়েছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেইমতো রবিবার তৃণমূলের তরফে রাজ্য ও জেলা স্তরে নির্বাচনী কমিটি গঠন করা হল। এমনকি, এই নির্বাচনী কমিটির কাজ কী হবে, তাও একেবারে হাতেকলমে বুঝিয়ে দেওয়া হয়েছে বলেই খবর। রাজ্য নির্বাচনী কমিটির চেয়ারম্যান হয়েছেন সুব্রত বক্সী। এছাড়া কমিটিতে আছেন শোভনদেব চট্টোপাধ্যায়, মানস ভূঁইয়া, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসের মতো নেতারা। রাজ্যের বাকি ২২টি জেলাকে ৮টি ভাগে ভাগ করে দায়িত্ব বণ্টন করেছে রাজ্য নেতৃত্ব।
তৃণমূল সূত্রে খবর, তৃণমূলের ২২জন শীর্ষ নেতাকে রেখে গঠন করা হয়েছে রাজ্য কমিটি। এছাড়া জেলাভিত্তিক টিমকে ৮টি জোনে ভাগ করে প্রত্যেক জোনে একটি করে কমিটি গঠন করেছে তৃণমূল। সেই কমিটিতে রয়েছেন ৬-১০জন নেতা। এই কমিটিগুলির কাজ হবে গোটা প্রক্রিয়াকে সুষ্ঠু ভাবে সম্পন্ন করা। মূলত ভোটার তালিকা তৈরি থেকে শুরু করে ভোটারদের সুষ্ঠূভাবে ভোটদানে সাহায্য করবে এই টিম।
আরও পড়ুন- Messi on PSG: পিএসজি ছাড়ছেন মেসি! ১৫টি সুটকেস নিয়ে বার্সেলোনায় আর্জেন্টিনার অধিনায়ক