নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করল তৃণমূল। নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পর এই প্রথম কোনও তৃণমূল নেতাকে বহিষ্কারের পথে হাঁটল তৃণমূল। মঙ্গলবার দুপুরে সাংবাদিক সম্মেলন করে হুগলির এই দুই তৃণমূল যুবনেতাকে বহিষ্কার করে তৃণমূল।
এদিন তৃণমূল নেত্রী শশী পাঁজা ব্রাত্য বসুকে সঙ্গে নিয়ে সাংবাদিক সম্মেলন করেন। সেখানেই তৃণমূল নেতৃত্ব স্পষ্ট করে দেন, দুর্নীতির সঙ্গে জড়িত দলের কোনও নেতাকে রেয়াত করা হবে না। পাশাপাশি, নিয়োগ দুর্নীতি মামলার দ্রুত সমাধান চেয়েছেন তৃণমূল নেতৃত্ব। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত পলাশিপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য বা ইডি হেফাজতে থাকা অনুব্রত মণ্ডল সম্পর্কেও কী এই একই পদক্ষেপ নেবে দল, তা এখনও স্পষ্ট করেনি তৃণমূল নেতৃত্ব।
আরও পড়ুন- Sanjay Basu on ED: গ্রেফতার হতে পারেন, ইডির তলব পেতেই হাইকোর্টের দারস্থ আইনজীবী সঞ্জয় বসু