মনোনয়ন দাখিলের তৃতীয় দিনে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের রানিনগর। সোমবার সকালে কংগ্রেস ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ বাঁধে। ঘটনার জেরে কয়েকজন আহত হয়েছেন।
সোমবার রানিনগর ১ নম্বর ব্লকের সক্রিয় কংগ্রেস কর্মী মইনুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। এর প্রতিবাদে বিক্ষোভ ও মিছিল করে কংগ্রেস কর্মীরা। অভিযোগ সেইসময় ওই মিছিলে হামলা চালায় তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা। হামলাকারীদের হাতে লাঠিসোঁটা ছিল বলেও অভিযোগ। যদিও তৃণমূলের পালটা অভিযোগ, রানিনগরে সোমবার সকালে একটি মিছিল করছিল তারা। সেসময় কংগ্রেস কর্মীরা তাদের উপর হামলা চালায়।
দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয় রানিনগরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রানিনগর থানার পুলিশ। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।