পুরসভা নির্বাচনের দিন ( West Bengal Civic Poll) সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের (Murshidabad) বহরমপুর (Beharampur) পুরসভা। কংগ্রেসের (Congress) এজেন্টদের বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের (TMC) বিরুদ্ধে। ঘটনাস্থলে গেলেন অধীর চৌধুরী (Adhir Chowdhury)।
বহরমপুরের বিভিন্ন ওয়ার্ডে পোলিং এজেন্টদের ভোট গ্রহণ কেন্দ্রে ঢুকতে বাধা দিচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা, এমনই অভিযোগ কংগ্রেসের। সকালে নির্ধারিত সময়ে মহিলা এজেন্টরা ভোট গ্রহণ কেন্দ্রে প্রবেশ করার আগেই তাদের ঘেরাও করে একদল দুষ্কৃতি। রীতিমতো আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভোট গ্রহণ কেন্দ্রে না যাওয়ার ধমকি দেওয়া হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কংগ্রেস নেতা তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।
আরও পড়ুন: West Bengal Civic Poll: কড়া নিরাপত্তার আবহে রাজ্যে শুরু পুরসভা নির্বাচনের ভোটগ্রহণ
অন্যদিকে কংগ্রেসের পক্ষ থেকে খবর দেওয়া হয় পুলিশে। অবশেষে পুলিশ ও অধীর চৌধুরীর প্রচেষ্টায় আক্রান্ত পোলিং এজেন্টদের উদ্ধার করে পৌঁছে দেওয়া হয় পোলিং সেন্টারে। পুলিশ প্রশাসন নীরব দর্শকের ভুমিকা পালন করছে বলে অভিযোগ অধীর রঞ্জন চৌধুরীর।