বুধবার রাতে কলকাতায় পৌঁছে বৃহস্পতিবার থেকেই নির্বাচনী প্রচার শুরু করে দিলেন বহরমপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠান। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের সঙ্গে একই মঞ্চে সভা করেন তিনি। সেখান থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেন পাঠান।
কী বললেন ইউসুফ পাঠান?
প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই বিরোধীদের তরফে বহিরাগত বলে আক্রমণ করা হচ্ছিল ইউসুফ পাঠানকে। বৃহস্পতিবার সভামঞ্চে এবিষয়ে প্রশ্ন তোলেন তিনি। বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাতে বাসিন্দা। কিন্তু তিনি বারাণসী থেকে নির্বাচনে লড়ছেন। তাহলে প্রধানমন্ত্রীর ক্ষেত্রে কেন বহিরাগত তকমা দেওয়া হবে না?
এদিকে প্রার্থী পদ নিয়ে কয়েকদিন আগেই ক্ষোভ প্রকাশ করেছিলেন বিধায়ক হুমায়ুন কবীর। যদিও এদিনের সভামঞ্চে ইউসুফের পাশেই দেখা গিয়েছে তাঁকে। এমনকি, ইউসুফকে জেতানোর চ্যালেঞ্জও নিয়েছেন তিনি। কংগ্রেস নেতা অধীর চৌধুরীকে কটাক্ষ করে হুমায়ুন কবীব় বলেন, "ইউসুফকে জেতানো দায়িত্ব আমার। বহরমপুর কেন্দ্র থেকে রেকর্ড মার্জিনে জিতবে তৃণমূল কংগ্রেস প্রার্থী।" অধীরকে দেখে নেওয়ারও চ্যালেঞ্জ নেন তিনি।