বিস্ফোরক এবং আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগ তৃণমূল কংগ্রেস প্রার্থীকে গ্রেফতার করল NIA। ঘটনাটি বীরভূমের নলহাটিতে। অভিযুক্তের নাম মনোজ ঘোষ। তিনি নলহাটি ১ ব্লকের বানিওর পঞ্চায়েতের বাহাদুপুরের বাসিন্দা। পঞ্চায়েতের প্রার্থীও ছিলেন তিনি।
জানা গিয়েছে, মনোজের একটি পাথর ক্রাশার রয়েছে। ২৮ জুন সেখানে হানা দিয়ে প্রচুর বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছিলেন NIA আধিকারিকরা। এরপর সোমবার তাঁকে থানার ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। একাধিক বিষয়ে অসংগতি থাকায় তাঁকে গ্রেফতার করা হয়।
সূত্রের খবর, বিস্ফোরক উদ্ধারের ঘটনায় মনোজ ঘোষকে আরও জিজ্ঞাসাবাদ করতে চায় NIA গোয়েন্দারা। সেকারণে তাঁকে গ্রেফতার করা হয়েছে। মনোজের কাছ থেকে প্রচুর জিলেটিন স্টিক, ৮৫ হাজার ইলেকট্রিক ডিটোনেটর, ২ হাজার ৭০০ কেজি অ্য়ামোনিয়াম নাইট্রেট উদ্ধার করেছে NIA।