পশ্চিমবঙ্গের (West Bengal) চার পুরসভার নির্বাচন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানাল শাসক, বিরোধী সব পক্ষই। তবে সিদ্ধান্ত নিতে দেরি হওয়ায় কমিশনকে কটাক্ষ করেছে বামফ্রন্ট (Left Front)।
রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের (TMC) নেতা তথা দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায় (Sougato Roy) বলেন, "আমরা আগে থেকেই নির্বাচন পিছিয়ে দেওয়ার কথা বলছিলাম। আদালত ৪ থেকে ৬ সপ্তাহ নির্বাচন পিছিয়ে দিতে বলেছিল। কমিশন ৩ সপ্তাহ পিছিয়েছে। আমরা স্বাগত জানাচ্ছি।"
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "আমরা আগেই নির্বাচন পিছিয়ে দেওয়ার কথা বলেছিলাম। এই অবস্থায় নির্বাচন হওয়া অসম্ভব দেরিতে হলেও সঠিক সিদ্ধান্ত নিয়েছে কমিশন।"
আরও পড়ুন: Municipal election : তিন সপ্তাহ পিছিয়ে যাচ্ছে ৪ পুরসভার নির্বাচন
সিপিএমের কটাক্ষ, নির্বাচন কমিশন তৃণমূল এবং রাজ্য সরকারের কথামতো কাজ করল। সুজন চক্রবর্তী বলেন, আমরা অনেক আগেই এই দাবি তুলেছিলাম। যতক্ষণ না তৃণমূলও নির্বাচন পিছিয়ে দিতে বলল, ততক্ষণ কমিশনের টনক নড়ল না।