কলকাতা পুলিশের (Kolkata Police) কর্মীদের সাদা পোশাকে বিধানসভার ভিতরে ঢুকিয়ে মারধর করা হয়েছে বিজেপি বিধায়কদের। এমনই অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। পাল্টা তাঁর বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। তাঁর দাবি, মহিলা বিধায়কদের মারধর করা হচ্ছিল। তিনি বাধা দিতে গেলে শুভেন্দু তাকে মারেন।
তৃণমূল-বিজেপির সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে বিধানসভা। বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গাকে ঘুসি মারা হয় এবং তাঁর জামাও ছিঁড়ে দেওয়া হয় বলে শুভেন্দুর অভিযোগ। তিনি জানান, চন্দনা বাউড়ি, তাপসী মণ্ডলের মতো মহিলা বিধায়করাও আক্রান্ত হন। চন্দনার গায়ে পুরুষ পুলিশ নিরাপত্তাকর্মীরা হাত দেন বলে অভিযোগ শুভেন্দুর।
আরও পড়ুন: West Bengal Assembly Clash: বিধানসভায় বেনজির সংঘাত তৃণমূল ও বিজেপির, হাতাহাতিতে নাক ফাটল বিধায়কের
বিরোধী দলনেতাকে সাসপেন্ড করেছেন স্পিকার বিমান বন্দ্যেপাধ্যায়। সে প্রসঙ্গে শুভেন্দুর দাবি, তাঁর যা করণীয়, তিনি তাই করেছেন। রাজ্যপালের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন তিনি।