করমন্ডল এক্সপ্রেসে দুর্ঘটনার জেরে বাংলায় মৃত যাত্রীদের জন্য ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বালাসরে গিয়ে শনিবারই রাজ্যের পক্ষ থেকে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন. মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। আহতদের ১ লক্ষ টাকা ও অল্প জখম যারা, তাদের পরিবারকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি কলকাতায় আহতদের এনে চিকিৎসা করার জন্য রেলকে অনুরোধও করেন তিনি।
আগেই মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ। আহতদের ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে কেন্দ্র। পাশাপাশি প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।