পঞ্চায়েত নির্বাচনের জন্য় মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে জড়াল বাম ও তৃণমূল নেতা কর্মীরা। ঘটনার জেরে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয় ডোমকল BDO অফিস সংলগ্ন এলাকা। ডোমকল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বাম কর্মী সমর্থকরা জানিয়েছেন, শনিবার সকালে BDO অফিসে মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন তাঁদের প্রার্থীরা। অভিযোগ, সেসময় অফিসের গেটের সামনে তাঁদের আটকে দেয় তৃণমূলের কর্মীরা। এবং প্রতিবাদ করলে তৃণমূলের তরফে মারধর করা হয় বলেও অভিযোগ।
যদিও সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করে তৃণমূল কংগ্রেসের পালটা দাবি, ইচ্ছাকৃতভাবে অশান্তি পাকানোর চেষ্টা করছে বাম কর্মীরা।
ঘটনার সময় ওই এলাকায় থাকা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করে। কিন্তু তা সম্ভব না হওয়ায় পরে ফের ঘটনাস্থলে পৌঁছয় অতিরিক্ত পুলিশ। তারপর পরিস্থিতি স্বাভাবিক হয়। এবং মনোনয়ন জমা শুরু করা হয়েছে।