মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত বারাবনি। সংঘর্ষে জড়িয়ে পড়ে বাম ও তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সিপিএমের তরফে জানানো হয়েছে, শনিবার সকালে মনোনয়নপত্র জমা দিতে গিয়েছিলেন তাঁদের দলের নেতারা। অভিযোগ, বিডিও অফিসে ঢোকার সময় তাঁদের পথ আটকায় তৃণমূল কর্মীরা। প্রতিবাদ করলে তাঁদের উপর হামলা চালানো হয়।
যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। তাদের তরফে জানানো হয়েছে, শুক্রবারের মতো শনিবারও শান্তিপূর্ণভাবে মনোনয়ন জমা দেওয়া হয়েছে। তবে তাদের পালটা অভিযোগ, বিডিও অফিসে লাঠি নিয়ে মনোনয়ন জমা দিতে গিয়েছিল সিপিএমের নেতা কর্মীরা। এবং প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি।