পঞ্চায়েত নির্বাচনের মুখে জোর ধাক্কা খেল তৃণমূল ও বিজেপি। তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কবিতা মান্ডি কংগ্রেসে যোগ দিলেন। এছাড়াও বিজেপির মন্ডল কমিটির সদস্য নিত্যানন্দ গঙ্গোপাধ্যায় বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন। পঞ্চায়েত নির্বাচনের আগে কংগ্রেস আরও শক্তিশালী হল বলে মনে করছে জেলা সংগঠন। তবে বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল ও বিজেপি।
কংগ্রেসের দাবি, আরও কিছু সক্রিয় তৃণমূল ও বিজেপি কর্মী কংগ্রেসে যোগ দিয়েছেন। কবিতা মান্ডি মেট্যালা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন।