বুধবার বিধানসভা চত্বরে তাল ঠোকাঠুকি শাসক দল ও বিরোধীদের। বিধানসভায় ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহ ফিরে যাওয়ার পর মুখ্যমন্ত্রীর সামনে 'চোর চোর' স্লোগান তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার আগে অমিত শাহ ও নরেন্দ্র মোদীর নামেও 'চোর' স্লোগান দেন তৃণমূল বিধায়করা। সাম্প্রতিককালে বিধানসভা চত্বরে এমন ঘটনা কবে হয়েছে, মনে করতে পারছেন না অনেকেই।
বুধবার বিধানসভা চত্বরে কেন্দ্রের বকেয়া অর্থ থেকে 'বঞ্চিত'দের পাশে দাঁড়িয়ে কালো পোশাক পরে এসে ধর্না দেন তৃণমূল বিধায়করা। এদিকে অমিত শাহের সভা থাকায় বিধানসভায় যাননি বিজেপি বিধায়করা। অমিত শাহকে হেলিপ্যাড পর্যন্ত এগিয়ে দেন শুভেন্দু অধিকারী। এরপরই বিধানসভায় কী চলছে, জানানর জন্য ফোন করেন। তৃণমূলের ধর্না, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে 'চোর', এসব শুনে ক্ষুব্ধ হন বিরোধী দলনেতা। পাল্টা কর্মসূচির ঘোষণা করেন।
বিধানসভায় বেশ কয়েকজন বিজেপি বিধায়ককে নিয়ে ঢুকে স্লোগান দেন শুভেন্দু অধিকারী। পাল্টা তৃণমূলের পক্ষ থেকেও জোর স্লোগান দেওয়া হয়। কিন্তু মুখ্যমন্ত্রী সহকর্মী ও সতীর্থদের শান্ত থাকার নির্দেশ দেন। এরপরই শীতকালীন অধিবেশন থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।