বাঘের আতঙ্ক মুর্শিদাবাদের ভরতপুরে। জানা গিয়েছে, রবিবার সকালে ভরতপুর থানার হামিদপুর বাগেশ্বরী মন্দির এলাকার একটি জঙ্গলের কাছে বাঘের মতো একটি প্রানী দেখতে পান স্থানীয়রা। এরপরেই আতঙ্ক ছড়ায় বাসিন্দাদের মধ্যে।
জানা গিয়েছে, রবিবার সকাল ওই জঙ্গলে গ্রামের এক যুবক আম কুড়াতে গিয়েছিলেন। তিনিই ওই জন্তুটিকে দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পরেন। এরপর বাকিরা সেখানে পৌঁছন। সকলে দাবি করেন, প্রাণীটি বাঘ। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় বনদফতরে।
এরপর ঘটনাস্থলে যান বনদফতরের কর্মীরা। উদ্ধার করা যায়নি জন্তুটিকে। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন গ্রামের বাসিন্দারা।