বাংলার পুলিশই হিরো। পুরুলিয়ার কাশীপুরের ঘটনায় দরাজ সার্টিফিকেট উত্তরপ্রদেশ থেকে আসা তিন সাধুর। তাঁরা জানিয়েছেন, উত্তরপ্রদেশেও পুলিশ এত দ্রুত ব্যবস্থা নেয় না। যে ভাবে বাংলার পুলিশ এসে তাঁদের উদ্ধার করেছেন, তাতে তাঁরা মুগ্ধ। বরেলির এই তিন বাসিন্দার বয়ানে আপাতত চাপে বিজেপি। কারণ, শনিবার কলকাতায় এসে বাংলার আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কেন্দ্রীয়মন্ত্রী অনুরাগ ঠাকুর। উল্লেখ্য এই ঘটনার রিপোর্ট চেয়েছেন রাজ্যপাল।
গত বৃহস্পতিবার পুরুলিয়ার কাশীপুরে গ্রামবাসীদের হাতে আক্রান্ত হন উত্তরপ্রদেশের তিন সাধু। তাঁরা মূলত গঙ্গাসাগরে যাচ্ছিলেন। কিন্তু ভাষা সমস্যার জেরে গ্রামবাসীদের সঙ্গে তাঁদের ভুল বোঝাবুঝি হয়। কিন্তু কাশীপুর থানার তৎপরতায় গ্রামবাসীদের হাত থেকে ওই তিন সাধুকে উদ্ধার করে পুলিশ।
ইতিমধ্যেই এই ঘটনায় ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে পাঁচ জনকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ আদালতের। বাকি সাত জনের জেল হেফাজত হয়েছে। পুরুলিয়া ছাড়ার আগে পুলিশকে সাধুবাদ জানিয়েছেন ওই তিন সাধু।