অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে 'হামলা'-র পর থেকেই 'অতিসক্রিয়' পুলিশ । এদিন শালবনিতে সভা রয়েছে অভিষেকের । তার আগে আরও তিন কুড়মি নেতাকে আটক করল পুলিশ । জানা গিয়েছে, এদিন, অভিষেকের যাত্রাপথে খেমাশুলিতে বিক্ষোভ দেখানোর কথা ছিল তাঁদের । খবর পৌঁছতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন কুড়মি নেতাকে আটক করে । উল্লেখ্য, এর আগে শুক্রবার অভিষেকের কনভয়ে হামলার ঘটনার ১২ ঘণ্টার মধ্যে চারজনকে আটক করে পুলিশ ।
জানা গিয়েছে, শুক্রবারের ঘটনার পর থেকে শাসকদলের নেতামন্ত্রীরা কুড়মি সমাজের বিরোধিতা করেছেন । বীরবাহা হাঁসদা বলেছেন, শেষ দেখে ছাড়বেন । এই মন্তব্যের প্রতিবাদে এদিন খেমাশুলিতে অভিষেকের কনভয়কে ঘিরে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছিলেন ওই কুড়মি নেতারা । পুলিশ সেখানে পৌঁছে তাঁদের আটক করে এবং জানিয়ে দেন রাস্তার ধারে কোনওভাবেই দাঁড়িয়ে বিক্ষোভ দেখানো যাবে না ।
শনিবার, শালবনীতে তৃণমূলের নব জোয়ার কর্মসূচি রয়েছে । আবারও একই মঞ্চে দেখা যাবে মমতা ও অভিষেককে । তার আগে শনিবার সকাল থেকেই পশ্চিম মেদিনীপুরের শালবনি থেকে বিভিন্ন এলাকায় পুলিশের অতি সক্রিয়তা লক্ষ্য করা গিয়েছে ।