জাতীয় সড়কে গাড়িতে তল্লাশি ,চালাচ্ছিলেন, সেই সময়ে বেপরোয়া ট্রাকের ধাক্কায় মৃত্যু হল ‘মোটর ভেহিকল্স ইনস্পেক্টর’ (এমভিআই), সিভিক ভলেন্টিয়ার-সহ তিন জনের। বুধবার গভীর রাতে হাওড়ার রানিহাটির কাছে ৬ নম্বর জাতীয় সড়কের ওপর এই ভয়াবহ ঘটনাটি ঘটেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে রানিহাটি মোড়ের কাছেই কলকাতামুখী লেনে গাড়ি থামিয়ে তল্লাশি চালাচ্ছিলেন ‘মোটর ভেহিকল্স ইনস্পেক্টর’, সঙ্গে দফতরের অন্যান্য আধিকার, সিভিক ভলান্টিয়াররাও ছিলেন।
একটি লরিকে দাঁড় করিয়ে তল্লাশি চালানোর সময় পিছন দিক থেকে আরও একটি ট্রাক আসে। সেই ট্রাকটিকে দাঁড় করাতে গিয়েছিলেন এমভিআই উজ্জ্বল জানা এবং সিভিক ভলেন্টিয়ার অরিন্দম বিশ্বাস। দ্রুত গতিতে আসা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা মারে। লড়ির চালক সহ তিনজনকে প্রথমে স্থানীয় গাববেড়িয়া স্টেট জেনারেল হাসপাতালে এবং পরে হাওড়া জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হলে সেখানেই তাঁদের মৃত্যু হয়।
মৃত লরিচালকের পরিচয় এখনও জানা যায়নি।