পঞ্চায়েত নির্বাচনে একই পরিবার থেকে তিন প্রার্থী। বামেদের পক্ষ থেকে প্রার্থী হয়েছেন বাবা, ছেলে ও মেয়ে। স্থানীয় নেতৃত্বের দাবি, তৃণমূলের সন্ত্রাস মুক্ত করতে এই সিদ্ধান্ত। যদিও পরিবারতন্ত্রের গন্ধ পাচ্ছে শাসকদল তৃণমূল কংগ্রেস। বিজেপি আবার বাম পরিবারের প্রার্থীদেরই সমর্থন করেছে। ঘটনাটি আসানসোলের বাহাদুপুর গ্রাম পঞ্চায়েত এলাকার।
পঞ্চায়েত সমিতির আসনে বাম সমর্থিত সিপিএম প্রার্থী চন্দ্রহাঁস বাউরি। তাঁর মেয়ে অমৃতা বাউরি ও একমাত্র ছেলে তন্ময় বাউরিও বামফ্রন্ট থেকে দাঁড়িয়েছেন। চন্দ্রহাঁস বাউরি জানিয়েছেন, ২০১৩ ও ২০১৮ সালে লাগামহীন সন্ত্রাসের শিকার হয়েছিলেন বামকর্মী ও সমর্থকরা। তাঁদের মারধর, বাড়ি লুট, সামাজিক বয়কট-সহ একাধিক সমস্যার সম্মুখীন হতে হয়। তাই তাঁর ছেলে-মেয়েকে প্রার্থী করার জন্য দলকে অনুরোধ করেন তিনি।
তৃণমূল কংগ্রেস নেতৃত্ব যদিও দাবি করেছে, সন্ত্রাসের অভিযোগ ভিত্তিহীন। সিপিআইএম দল পরিবারতন্ত্রের বিরোধী বলে প্রচার করে। এই ঘটনায় পরিবারতন্ত্রের ইঙ্গিত দেখছে শাসক দল।