বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ । পা উড়ে গেল এক শিশুর । গুরুতর জখম অবস্থায় তাকে মুর্শিদাবাদ (Murshidabad Bomb blast) মেডিক্যাল কলেজে ও হাসপাতালে ভর্তি করা হয়েছে । অস্ত্রোপচার করা হবে তার । এদিকে, ঘটনায় আরও দুই শিশু আহত হয়েছে । হাসপাতালে চিকিৎসা চলছে তাদের । একজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর । মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার গুরুদাসপুর এলাকার ঘটনা ।
জানা গিয়েছে, গুরুদাসপুর চকেরঘাট এলাকায় সাঁকোর তলায় খেলছিল তিন শিশু । সেইসময় রাস্তায় পড়ে থাকা একটি সকেট বোমাকে বল ভেবে কুড়িয়ে এনে খেলতে শুরু করে তারা । বল ভেবে ওই বস্তুতে লাথি মারতেই আচমকা বিস্ফোরণ । সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে রবিউল নামে এক শিশু । বিস্ফোরণে তার পা উড়ে যায় । গুরুতর জখম হয় রিয়ান এবং সুমনও । তড়িঘড়ি তাদের উদ্ধার করে দৌলতাবাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়।
আরও পড়ুন, Suvendu Adhikari : সারদা মামলায় 'যুক্ত' মুখ্যমন্ত্রী, প্রমাণ নিয়ে CBI-এ যাচ্ছেন শুভেন্দুর !
ঘটনাস্থলে পৌঁছয় সালার থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে তারা ।