মুর্শিদাবাদের বহরমপুরে ৩ মাদক পাচারকারীকে গ্রেফতার করল রাজ্য পুলিশের এসটিএফ। ধৃতদের মধ্যে একজন মহিলাও রয়েছে। তাদের নাম, আবদুল হামিদ, সোহেল রানা ও গায়েত্রী হালদার।
বৃহস্পতিবার ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে নওদাপাড়া রেলগেটের কাছ থেকে এই ৩ জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় এক কোটি টাকার নিষিদ্ধ মাদক মরফিন। মাদক আইনে মামলা রুজু হয়েছে বহরমপুর থানায়।