বিক্ষোভকারীদের মধ্যে ৩ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনই অভিযোগ তুললেন ২০১৪-র টেট (TET) উত্তীর্ণরা। অনশনে বসার ৮৪ ঘণ্টার মাথায় চ্যাংদোলা করে টেনে হিঁচড়ে করুণাময়ীতে আন্দোলনকারীদের তুলে দেয় পুলিশ। গভীর রাতে পুলিশের সঙ্গে বেশ খানিক ধস্তাধস্তিও হয় তাঁদের।পুলিশের এমন আচরণের প্রতিবাদে সরব হয়েছেন বিরোধী বাম এবং বিজেপি নেতারা।
রাত ১২টা পর্যন্ত বলপ্রয়োগ করেনি পুলিশ। সাড়ে ১২টার পর দ্রুত উত্তেজনা তুঙ্গে ওঠে। ১২টা ৩৬ মিনিট নাগাদ পুরো ফাঁকা করে দেওয়া হয় গোটা এলাকা। ফ্লেক্স, পোস্টার সরিয়ে দেওয়া হয়। মিনিট কুড়ির পুলিশি হস্তক্ষেপে শেষ হয়ে যায় ৮৪ ঘণ্টার আন্দোলন।বহুজনকে আটক করা হয়।
কেন মাঝরাতে তুলে দেওয়া হল শান্তিপূর্ণ আন্দোলন, যে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই মহিলা, সেখানে রাতের অন্ধকারে কীভাবে মহিলা চাকরিপ্রার্থীদের এভাবে জোর করে তুলে দেওয়া হয়, প্রশাসনের প্রতি এইরকম একরাশ ক্ষোভ ধেয়ে আসছে সল্টলেকে ধর্নায় বসা টেট আন্দোলনকারীদের তরফে