শান্তিনিকেতনে এই বছরও হবে না ঐতিহ্যবাহী পৌষমেলা। সোমবার কর্মসমিতির দীর্ঘ বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ এবং শান্তিনিকেতন ট্রাস্ট। একটি যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, সদিচ্ছা থাকা সত্ত্বেও এই বছর ঐতিহ্যবাহী পৌষমেলার আয়োজন করা সম্ভব হচ্ছে না।
এর আগে বিশ্বভারতী কর্তৃপক্ষ জানিয়েছিলেন, পূর্বপল্লির মাঠে ছোট আকারে, পরিবেশ আদালতের দূষণবিধি মেনে পৌষমেলা হবে। কিন্তু সোমবার সিদ্ধান্ত হয়েছে, ছোট করে মেলা আয়োজন করা অসম্ভব। কারণ, ব্যবসায়ীরা পসরা সাজিয়ে মেলায় এলে তাঁদের কীভাবে ফেরানো হবে?
ঐতিহ্যবাহী পৌষমেলার আয়োজনের দায়িত্ব পালন করে শান্তিনিকেতন ট্রাস্ট। মেলার তত্ত্বাবধানের দায়িত্বে থাকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। সোমবার বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয়কুমার মল্লিক সহ আধিকারিকরা শান্তিনিকেতন ট্রাস্টের সদস্যদের সঙ্গে বৈঠক করেন। সেখানে এই বছর পৌষমেলার আয়োজন না করার সিদ্ধান্ত হয়।