'এই রায় অত্যন্ত দুর্ভাগ্যজনক।' শুক্রবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের অপসারণ ইস্যুতে এভাবেই নিজের মত প্রকাশ করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর কথায়, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের যে লড়াই, তা ভবিষ্যতেও চলবে। তিনি যেভাবে মেরুদণ্ড সোজা রেখে লড়াইয়ের ভিত্তি স্থাপন করেছেন, তাতে অন্যরাও উদ্বুদ্ধ হয়ে এই লড়াইয়ে শামিল হবেন বলেও মত বালুরঘাটের বিজেপি সাংসদের।
উল্লেখ্য, শুক্রবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলা সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সেক্ষেত্রে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা থেকে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে সরিয়ে দিলে তাঁর দেওয়া নির্দেশের ভবিষ্যৎ কী হবে, তা নিয়েও প্রশ্ন উঠে গেল। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি হারানোদের অনেকেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। শুক্রবার বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চ জানায়, সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার ফলে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা শোনার অধিকার হারিয়েছেন।