রাজ্যে নিয়োগ নিয়ে জট যেন ছাড়ার নাম করছে না। SSC নিয়োগ মামলায় হাইকোর্টের রায়ে এক ধাক্কায় চাকরি খুইয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মী। এতদিন চাকরির দাবিতে অবস্থানরত আন্দোলনকারীদের সাক্ষী ছিল রাজ্য। এবার চাকরিহারাদের আন্দোলনে উত্তাল শহিদ মিনার চত্বর। দরকারে সুপ্রিম কোর্টেও যাবেন বলে জানান বিক্ষোভকারীরা। মঙ্গলবার সকাল থেকেই চাকরিহারারা জমায়েত করে ধরনা কর্মসূচির ডাক দেন। দরকারে আদালত অবধিও যাবেন বলে জানান আন্দোলনকারীরা।
ইতিমধ্যেই যোগ্য চাকরি প্রার্থীদের কাজ ফিরে পাওয়ার দাবিতে শীর্ষ আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছে এসএসসি এবং রাজ্য সরকার। চাকরিচ্যুতদের অভিযোগ, অনেকেই তাঁদের মধ্যে অবৈধভাবে চাকরি পাননি। যোগ্যতার ভিত্তিতে অর্জিত চাকরি, কিছুজনের জন্য কেন খোয়াবেন তাঁরা?
Loksabha Election 2024 : উত্তরে শাহি সভা, দক্ষিণে মমতা, রাজ্যে দ্বিতীয় দফার ভোটের আগে দিনভর প্রচার উত্তাপ
উল্লেখ্য, সোমবার হাইকোর্টের রায় ঘোষণার পরেই জোর সমালোচনা শুরু হয়েছে রাজ্যরাজনীতিতে। বাতিল করা হয়েছে ২০১৬ সালের পুরো প্যানেলই। ফলস্বরূপ, ওই সময় যাঁরা চাকরি পেয়েছিলেন। কোনওরকম বাছবিচার ছাড়া তাঁদেরও চাকরি গিয়েছে। এমনকি সুদ সমেত ফেরাতে বলা হয়েছে তাঁদের বেতনও।