বহিষ্কৃত বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্য ঘিরে গত বৃহস্পতিবার ও শুক্রবার বিক্ষোভ দেখানো হয় গ্রামীণ হাওড়ার বিস্তৃণ অঞ্চলে। এই বিক্ষোভকে বাগে আনতে ইতিমধ্য়েই ওই অঞ্চলের ইন্টারনেট বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার। শনিবার এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হল, ১০ জুন থেকে ১৫ জুন পর্যন্ত উলুবেড়িয়া মহকুমার বিস্তৃণ অঞ্চলে জারি থাকবে ১৪৪ ধারা।
এই নির্দেশিকা জারির পর, উলুবেড়িয়া মহকুমার ওই এলাকাগুলিকে একসঙ্গে চারজনের বেশি জমায়েত করা যাবে না। গত দুদিন ধরে যে অঞ্চলগুলিতে বিক্ষোভ দেখানো হয়েছে, সেই অঞ্চলগুলিকে এই নির্দেশিকায় চিহ্নিত করা হয়েছে। স্পষ্ট বলে দেওয়া হয়েছে, নিয়ম ভাঙা হলে কড়া ব্যবস্থা নেবে পুলিশ।
বৃহস্পতিবার প্রায় ১১ ঘণ্টা জাতীয় সড়ক অবরোধ করা হয়েছিল। শুক্রবারও বিভিন্ন এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ হয়। পরিস্থিতি সামাল দিতে সংশ্লিষ্ট এলাকায় নবান্নের নির্দেশে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। সরকারি সূত্রে খবর, সোমবার সকাল পর্যন্ত বন্ধ থাকবে ইন্টারনেট।
এদিকে, শুক্রবার রেল অবরোধের জেরে এক রেলযাত্রির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। দক্ষিণ-পূর্ব রেল সূত্রে খবর, হায়দরাবাদ থেকে চিকিৎসা করিয়ে ইস্ট-কোস্ট এক্সপ্রেসে ফিরছিলেন ওই যাত্রী।