বাংলার বঞ্চনা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ। এবার এই ইস্যুতে মোদী সরকারের বিরুদ্ধে একসুর কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের। ১০০ দিনের বকেয়া টাকা আদায়ের দাবিতে বাংলার শাসকদলের পাশে থাকার ইঙ্গিত দিল কংগ্রেস। কেন্দ্রকে বিঁধে কংগ্রেসের অভিযোগ, এই ব্যাপারে মোদী সরকার অপপ্রচার চালাচ্ছে।
এদিকে রাজভবনের ধরনা মঞ্চ থেকে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের ফোন নম্বর ফাঁস করে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর হুশিয়াঁরি এবার থেকে এই নম্বরে রোজ করবেন ২০ লক্ষ মানুষ। যাঁরা কেন্দ্রের বঞ্চনার শিকার।
এই ইস্যুতে গত তিন দিন ধরনা চালিয়ে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন ধরনা মঞ্চে উপস্থিত তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের থেকে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের ফোন নম্বর নেন তিনি। এরপরেই অভিষেকের পরামর্শ, রাজ্য বিজেপি সভাপতিকে ফোন করে সবাই বকেয়া টাকা চাইতে পারেন।
এদিন অভিষেক দাবি করেন, নীরঞ্জন জ্যোতিকে অনুরোধ করবেন রাজভবনে বৈঠক করুন। তাঁদের আপত্তি নেই। কেন্দ্রীয় মন্ত্রীকে ৯৬ ঘন্টার মধ্যে মাথানত করতে হয়েছে। শনিবার জ্যোতি এসেছেন। কাল গিরিরাজ আসবেন। পরশু মোদী আসবেন। তারপর বাংলার টাকা আসবে।