Mamata Banerjee: বুধবার মমতার মন্ত্রিসভার রদবদল, বাবুল-সহ একাধিক নতুন মুখের নামে জল্পনা

Updated : Aug 08, 2022 14:52
|
Editorji News Desk

ভাবমূর্তি ও পারফরমেন্সের নিরিখে বুধবার রাজ্য মন্ত্রিসভায় রদবদল করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্কুল সার্ভিস নিয়োগ দুর্নীতি কান্ডের পর রাজ্য মন্ত্রিসভায় এটাই প্রথম রদবদল। সূত্রের খবর, রাজ্য মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন বালিগঞ্জের বিধায়ক বাবুল সুপ্রিয়, বরানগরের বিধায়ক ও বিধানসভায় বর্তমান উপ-মুখ্যসচেতক তাপস রায় এবং নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক। রাজনৈতিক মহলের দাবি, ভাবমূর্তির নিরিখে এই তিনজন বাকিদের থেকে এগিয়ে থাকতে পারেন। বিশেষ করে তাপস রায় এবং পার্থ ভৌমিক দু'জনেই তৃণমূল নেত্রীর দীর্ঘদিনের সৈনিক।

পার্থ কান্ডে রাজ্যে তৃণমূলের ভাবমূর্তিতে কার্যত একটা দাগ যে লেগেছে, তা মনে করে রাজনৈতিক মহল। তার প্রভাব যে মন্ত্রিসভার উপরেও পড়েছে, তাও কার্যত স্পষ্ট। তাই সূত্রের খবর, সোমবারের মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী সবাইকে সতর্ক করেছেন। তিনি জানান, মন্ত্রিসভাকে অসম্মান করে এমন কোনও কাজ ভবিষ্যতে যেন না হয়।   

কী জানালেন মুখ্যমন্ত্রী? 

দুই বর্ষীয়ান মন্ত্রী সাধন পান্ডে এবং সুব্রত মুখোপাধ্যায় মারা গিয়েছেন। সম্প্রতি মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) গ্রেফতার করেছে ইডি (ED)। তারপরেই মন্ত্রী পদ থেকে পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। তারপরেই একটা ইঙ্গিত পাওয়া গিয়েছিল যে মন্ত্রিসভায় রদবদল করতে পারেন মুখ্যমন্ত্রী। সোমবার মুখ্যমন্ত্রী বলেন, 'সুব্রতদা মারা গিয়েছেন। সাধন পান্ডে মারা গিয়েছেন। এদের কাজগুলো কে করবেন। কাউকে না কাউকে তো কাজগুলি করতে হবে। অনেকগুলি দফতর ফাঁকা পড়ে রয়েছে। আমার পক্ষে একা সবটা নিজের ঘাড়ে রাখা সম্ভব নয়।' 

আরও পড়ুন- Arpita Mukherjee: অর্পিতার ফ্ল্যাটে কারা আসতেন, জানতে আবাসনের সম্পাদককে তলব ইডির 

বুধবার মন্ত্রিসভা সম্প্রসারণের আগে বেশ কয়েকজন মন্ত্রির নাম উঠে আসছে, যাঁদের বাদ পড়ার সম্ভাবনা প্রবল। সূত্রের খবর, তার মধ্যে উল্লেখযোগ্য নাম মলয় ঘটকের। এছাড়াও আছেন পরেশ অধিকারী, চন্দ্রনাথ সিনহাদের নামও। তৃণমূল সূত্রে খবর, রাজ্য মন্ত্রিসভার রদবদলের মধ্যে দিয়েই এক ব্যক্তি, এক পদের কাজ শুরু করতে চলেছেন মমতা। তাই সংগঠন এবং মন্ত্রিসভাকে আলাদা করার প্রক্রিয়া শুরু হচ্ছে। যদিও, মুখ্যমন্ত্রী জানিয়েছেন, খুব ছোট করেই বুধবার মন্ত্রিসভার সম্প্রসারণ হবে। যেখানে বেশ কয়েকজন নতুন মুখ আসতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন মমতা। ইতিমধ্যেই নতুন মন্ত্রীদের শপথের বার্তা রাজভবনে পাঠানো হয়েছে বলেই সূত্রের খবর। রাজনৈতিক মহলের দাবি, পার্থ চট্টোপাধ্যায়ের ছেড়ে যাওয়া শিল্প দফতর সম্ভবত মুখ্যমন্ত্রীর অধীনেই থাকছে।    

Partha ChatterjeeNabannaSubrata MukherjeeState CabinetSadhan PandeMamata Banerjee

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর