অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মোকা’। রবিবার দুপুরে মায়ানমার (Mayanmar) উপকূলে ঘণ্টায় ২১০ কিলোমিটার বেগে স্থলভাগে আছড়ে পড়বে এই বিধ্বংসী ঘূর্ণিঝড়। দুপুর গড়ালেই বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে এর প্রভাব পড়তে পারে। তবে হাওয়া অফিস সূত্রে খবর, ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ প্রভাব পড়বে না বাংলায়।
Mrinal Sen Birth Anniversary : সংসারের বিষয়ে উদাসীন, কম খরচে ছবি বানাতেন, জন্মশতবর্ষে মৃণাল সেন
আজ রবিবার, সারাদিন মেঘলাই থাকবে আকাশ। শনিবার শহরে হালকা বৃষ্টিপাতের জেরে এদিন তাপমাত্রাও কমেছে। তিলোত্তমায় বৃষ্টির সম্ভবনা অত্যন্ত কম। ছিটেফোঁটা হতে পারে। এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া জেলায়। সোমবার থেকে ফের তাপপ্রবাহের সম্ভাবনা।