KLO Movement:কেএলও প্রধান জীবন সিংহ কি অবশেষে আত্মসমর্পণে ইচ্ছুক? অডিয়ো টেপ ঘিরে জল্পনা

Updated : Aug 15, 2022 09:41
|
Editorji News Desk

একাধিকবার গোপন ডেরা থেকে ভিডিয়ো বার্তা দিতে শোনা গিয়েছিল নিষিদ্ধ জঙ্গি সংগঠন কেএলও (KLO) সুপ্রিমো জীবন সিংহকে (Jeevan Singha)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে হুঁশিয়ারি বার্তাও দিতে শোনা যায় তাঁকে। এবার স্বাধীনতা দিবসের আগে ফের একটি অডিয়ো বার্তা প্রকাশ্যে এসেছে তাঁর (যদিও অডিয়োর সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা)। তবে সেই বার্তা ঘিরে তৈরি হয়েছে জল্পনা। প্রশ্ন উঠেছে যে, তাহলে কি স্বাধীনতা দিবসে এইবছর অংশগ্রহণ করবে কেএলও?

কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন ১৯৯৫ সালে প্রতিষ্ঠা হয়েছিল। শুরু থেকেই স্বাধীনতা দিবস বয়কট করে আসছিল তারা। তবে, সম্প্রতি দলের সুপ্রিমো জীবন সিংহর স্বাধীনতা দিবসের অমৃত মহৎসবে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশে উৎসাহিত প্রাক্তন কেএলও-রা।জীবন সিংহ মূল স্রোতে ফিরতেও পারেন বলে আশাবাদী তাঁরা।

সদ্য একটি রাজবংশী সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়েছেন কেএলও—র প্রাক্তন উপ সেনাধ্যক্ষ তথা ধূপগুড়ি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত টম অধিকারী। তিনি বলেছেন, ‘সম্প্রতি একটি অডিয়ো বার্তার মাধ্যমে জীবন সিংহ অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মার উদ্দেশে শান্তি চুক্তি এগিয়ে নিয়ে যেতে প্রস্তাব দিয়েছেন। এই বক্তব্যর একটি বড় দিক রয়েছে। এর আগে জেল থেকে বা বাইরে আসার পর শত চেষ্টা করেও আমরা ওনাকে রাজি করতে পারিনি। কিন্তু এবার উনি নিজেই উদ্যোগী হয়ে একটি অডিয়ো বার্তা পাঠিয়েছেন। তাই আমরা উদগ্রীব হয়ে রয়েছি আগামী ১৫ অগাস্ট উনি ফিরে এসে স্বাধীনতার অমৃত পান করুক।’

সম্প্রতি জীবন সিংহর যে অডিও টেপ ভাইরাল হয়েছে তাতে শান্তি চুক্তি আলোচনার জন্য তিনি যে ৫ জনের নাম উল্লেখ করেছেন তাতে টম অধিকারীর নাম রয়েছে। যদিও এই অডিয়ো টেপের সত্যতা এডিটরজি বাংলা যাচাই করেনি। বস্তুত, কয়েকদিন আগে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মার প্রতি ভয়েস মেসেজ পাঠান কেএলও চিফ। এবার ‘যুদ্ধ নয়, শান্তি’ আলোচনায় বসতে চেয়ে অসমের মুখ্যমন্ত্রীকে সেই মেসেজ পাঠান নিষিদ্ধ জঙ্গী গোষ্ঠী কেএলও-র চিফ জীবন সিংহ। 

WEST BANGALPolitics

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর