ধুম, মানি হাইস্ট এর মতো ছবি সিরিজে আমরা 'বুদ্ধিমান চোরেদের' দেখেছি। কিন্তু এবার খোদ আসানসোলে চোরের কাণ্ডে চোখ কপালে ওঠার জোগাড় হয়েছে জেলা পুলিশের। আসানসোল সূর্যনগর বাসস্ট্যান্ডের কাছে বাড়ি পরিবহন ব্যবসায়ী রাজেশ গুপ্তর। গত ২৪ জানুয়ারি সপরিবারে আত্মীয়ের বাড়িতে বিয়ে খেতে যান রাজেশ বাবু। সেদিনই তাঁদের বাড়িতে প্রায় কয়েক লাখ টাকার জিনিস চুরি হয় বলে অভিযোগ। শুধু চুরি করেই ক্ষান্ত থাকেনি চোর। ওইদিন রাতেই রাজেশের নম্বরে একটি আননোন নম্বর থেকে মেসেজ আসে, ‘ চুরি করে মজা হল। ভালই মাল পেয়েছি। ছয় লাখ টাকার।’ ফের পরের মেসেজ, ‘তুই নম্বরটা ট্র্যাক করতে পারবি না। আমি তোর পুরো অটোবায়োগ্রাফি জানি। ‘
এই মেসেজ পেয়েই চোখ কপালে রাজেশ বাবুর৷ তড়িঘড়ি তিনি অভিযোগ দায়ের করেন হিরাপুর থানায়। তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের অনুমান কোনও, অ্যাপের মাধ্যমে এই মেসেজ পাঠানো হয়েছে, কোনও পরিচিতই হয়ত এই কাজ করেছে।