দক্ষিনেশ্বরের আড়িয়াদহ এলাকায় দিনে দুপুরে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ার অভিযোগ। যদিও সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়, সেই সময় বাইক থেকে পড়ে যান অরিত্র ঘোষ নামে ওই যুবনেতা। এরপর তাঁকে লোহার রড দিয়ে মারধর করা হয় বলেও অভিযোগ।
অভিযোগের তীর এলাকার আরেক তৃণমূল নেতা জয়ন্ত সিং-এর দিকে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে বেলঘরিয়া আড়িয়াদহ এলাকায়, আশঙ্কাজনক অবস্থায় এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তৃণমূলের যুবনেতা কে। ঘটনার তদন্ত শুরু করেছে বেলঘড়িয়া থানার পুলিশ।