Nabbana Rally Police : পাঁচতারা হোটেল বৈঠক, নবান্ন অভিযানের আগে বড় দাবি পুলিশের, মিছিল 'বেআইনি'

Updated : Aug 26, 2024 15:26
|
Editorji News Desk

পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে মঙ্গলবার নবান্ন অভিযান। সেই অভিযানকে আগাম বেআইনি বলে ঘোষণা করল পুলিশ। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করে রাজ্যের এডিজি আইন-শৃঙ্খলা মনোজ ভার্মা জানিয়েছেন, মিছিলের ব্যাপারে পুলিশের থেকে কোনও অনুমতি চাওয়া হয়নি। তাই সাধারণ মানুষকে এই মিছিল থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।  এমনকী, কলকাতা হাই কোর্ট থেকেও এই মিছিল সম্পর্কে কোনও নির্দেশিকা নেই বলেই দাবি করেছে পুলিশ। এই পরিস্থিতিতে নবান্ন অভিযান নিয়ে তৃণমূল গোপন ভিডিয়ো ফাঁস করতেই পশ্চিম মেদিনীপুরের ঘাটালের দুই বিজেপি নেতাকে আটক করল পুলিশ। ধৃতদের নাম বাবলু গঙ্গোপাধ্যায় এবং সৌমেন চট্টোপাধ্যায়।

আরজি করের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দুটি মিছিলের ডাক দেওয়া হয়েছে। একটি মিছিল যাবে সাঁতরাগাছি থেকে নবান্ন। এবং অন্যটি যাবে কলেজস্ট্রিট থেকে নবান্ন পর্যন্ত। মঙ্গলবার নিটের পরীক্ষা রয়েছে। এই পরিস্থিতিতে পুলিশের প্রশ্ন, নিজেদের ছাত্র সমাজ বলে পরিচিয় দিয়ে পরীক্ষার দিন এই মিছিলের অর্থ কী ? কারণ, মঙ্গলবারের পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের জন্য যাবতীয় ব্যবস্থা করা হয়েছে বলেও দাবি করা হয়েছে। 

সম্প্রতি কলকাতার এক পাঁচতারা হোটেলে এক রাজনৈতিক নেতার সঙ্গে ছাত্র সমাজের কয়েকজন প্রতিনিধি গোপনে বৈঠক করেছেন বলেও এদিনের সাংবাদিক বৈঠকে তা ফাঁস করেছে পুলিশ। সম্প্রতি আরজি কর মামলায় সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, শান্তিপূর্ণ প্রতিবাদে কোনও প্রতিরোধ করা চলবে না। সুপ্রিম কোর্টের সেই নির্দেশকে মেনে নেওয়ার পরেও পুলিশ জানিয়েছে, যেখানে অশান্তির আশঙ্কা রয়েছে, সেখানে পুলিশ হস্তক্ষেপ করতেই পারে। 

ঘাটালের গ্রেফতারের ঘটনায় পুলিশ সুপার ধৃতিমান সরকার জানিয়েছেন, ভিডিয়ো প্রকাশ্যে আসার পরেই অভিযোগের প্রেক্ষিতে দু’জনকে আটক করা হয়েছে। এক জন পলাতক। আটক হওয়া দুই বিজেপি নেতাকে জিজ্ঞাসাবাদ করে তাঁদের পরিকল্পনা জানার চেষ্টা করা হচ্ছে।

Nabanna Rally

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর