আরজি কর নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। এই পরিস্থিতিতে হাসপাতালে দুর্নীতির অভিযোগে গ্রেফতার আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এই ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া নির্যাতিতার প্রতিবেশীদের। কেউ কেউ সিবিআইয়ের এই গ্রেফতারির ঘটনাকে স্বাগত জানিয়েছেন। আর কেউ মনে করেন, আসল ঘটনার সঙ্গে এই গ্রেফতারির সম্পর্ক নেই। তাঁর চান মূল ঘটনায় এবার সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হোক।
আরজি কর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির দায়ের করা দুর্নীতি মামলার ভিত্তিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। তার প্রেক্ষিতেই গত ১৬ অগাস্ট থেকে সিজিও কমপ্লেক্সে ডেকে বারবার জেরা করা হয় সন্দীপ ঘোষকে। টানা জেরার পর সোমবার রাতে গ্রেফতার করা হয় সন্দীপকে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে আরও তিন জনকে।
এই গ্রেফতারির পরেও কিন্তু পুরোপুরি খুশি হতে পারছে না নির্যাতিতার পাড়া। তাদের দাবি, দুর্নীতি মামলায় সন্দীপকে গ্রেফতার করা হয়েছে, তা ভাল। কিন্তু খুন ও ধর্ষণের ঘটনাতেও এবার মাথাদের গ্রেফতার করতে হবে।