পঞ্চায়েতের মনোনয়ন জমাকে কেন্দ্র করে উত্তেজনা দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। কেন আইএসএফ প্রার্থীর মনোনয়ন জমা নেওয়া হল। এই প্রশ্নে সরকারি কর্মীর গায়ে হাত তোলার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। এই ঘটনায় তৃণমূল জেলা নেতৃত্বের দাবি, অভিযোগ প্রমাণ হলে কড়া শাস্তি হবে। ভাঙড় দু নম্বর ব্লকের এই ঘটনা কমিশনকে জানানো হবে বলে জানিয়েছেন বিডিও কার্তিক পাল।
ঘটনায় আহত সরকারি কর্মী বিদ্যৎ ঘোষ জানিয়েছেন, সকাল থেকেই মনোনয়নের কাজ শান্তিতেই চলছিল। দুপুরে এই ঘটনা ঘটে। কিছু বলার আগেই তাঁর উপরে আক্রমণ হয়। তবে কারা তাঁকে মেরেছে, তা প্রকাশ করতে চাননি ওই সরকারি কর্মচারী। তিনি দাবি করেছন, একদল এসে তাঁর উপর হামলা করেছে। কেন আইএসএফের প্রার্থীর মনোনয়ন তিনি জমা নিয়েছেন, সেই অপরাধেই তাঁকে মারা হয়েছে বলে অভিযোগ।