দুর্গাপুজোর থিম এবার 'তাণ্ডব'! শুনে অবাক লাগছে? এমনটাই ঘটেছে হাজরা পার্কের পুজোয়। এই বছর এই থিমেই সেজে উঠছে শহরের মণ্ডপ। ৮০ বছরে পা দিল হাজরা পার্কের দুর্গোৎসব। গোটা বিশ্বে যা যা ঘটছে, 'তাণ্ডব' থিমের মাধ্যমে তার সবটাই তুলে ধরার চেষ্টা করেছেন শিল্পীরা। এই পুজো প্রথম চালু হয় ভবানীপুরে। পরে ১৯৪৫ সালে হাজরা পার্কে স্থানান্তরিত হয়। এই পুজো প্রথম চালু হয় ভবানীপুরে। পরে ১৯৪৫ সালে হাজরা পার্কে স্থানান্তরিত হয়।
তৃণমূল বিধায়ক তথা রাজ্য মন্ত্রিসভার প্রবীণতম সদস্য শোভনদেব চট্টোপাধ্যায় যুক্ত এই পুজোর সঙ্গে। তিনি বলেন, চারপাশে যে ভয়ঙ্কর তাণ্ডব চলে, তার থেকে মুক্তি পেতে আমরা ঈশ্বরের কাছে নিজেদের সমর্পণ করি শান্তির জন্য। এই মণ্ডপ সেই শান্তিরই বার্তা দেয়।
তিনি আরও জানান, এই পুজোটি কলকাতা কর্পোরেশনের আওতায় পড়ে। তাই পুজোর উদ্বোধন করবেন কর্পোরেশনের চেয়ারম্যান।
সৃষ্টি তত্ত্ব অনুযায়ী, এই মহাবিশ্বের কোথাও না কোথাও প্রতিদিন তাণ্ডব ঘটে চলে । এ যেন এক নিরন্তর প্রক্রিয়া । এই তাণ্ডব প্রকৃতপক্ষে মানবজীবনের এক মূর্ত দলিল । যার শৈল্পিক প্রয়োগ দেখা যাবে হাজরা পার্কের দুর্গাপুজোয় । (Hazra Parka Puja Theme) তাণ্ডবলীলায় ধ্বংসের পরের সৃষ্টির কথাও থাকবে মণ্ডপসজ্জায় । থিম অনুযায়ী সেজে উঠছে মণ্ডপ । মানুষের কাছে এক অভিনব থিম তুলে ধরতে তৈরি উদ্যোক্তারা।
সুভাষচন্দ্র বসু এই পুজোর প্রচলন করেন । পুজো উদ্যোক্তারা জানিয়েছেন,১৯৪২ সালে যখন এই পুজো করা হয়, তখন তথাকথিত শ্রেণিবিভাজনের জন্য বহু মানুষ পুজোয় আসতে পারতেন না ।