CPIM : তৃণমূল স্তরে এখনও দুর্বল সংগঠন, উল্লেখ সিপিএমের রাজ্য কমিটির খসড়া প্রতিবেদনে

Updated : Nov 03, 2023 10:07
|
Editorji News Desk

লোকসভা ভোটের আগে বুথস্তরে সংগঠনের বড় ফাঁকের কথা উল্লেখ সিপিএমের রাজ্য কমিটির খসড়া প্রতিবেদনে। সম্প্রতি দিল্লিতে কেন্দ্রীয় কমিটির কাছে পেশ করা একটি রিপোর্টে যা কার্যত স্বীকার করেছিলেন বঙ্গ সিপিএমের নেতারা।

যেখানে উল্লেখ করা ছিল, রাজ্য সংগঠনকে আর পক্ত করতে এখনও অনেক কাজ বাকি রয়েছে। সূত্রের খবর, রাজ্য কমিটির বর্ধিত অধিবেশনের খসড়া প্রতিবেদনে এবার বুথস্তরে নিজেদের সাংগঠনিক ব্যর্থতার কথাই উল্লেখ করা হয়েছে। 

আরও পড়ুন : লোকসভার আগে সংগঠনকে আরও মজবুত করতে চায় সিপিআইএম

আজ, শুক্রবার থেকে হাওড়ার অনিল বিশ্বাস ভবনে শুরু হবে সিপিএমের বর্ধিত রাজ্য কমিটির বৈঠক। সূত্রের খবর, তার আগে তার খসড়া প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সাধারণ মানুষকে সংগঠিত করে বুথ স্তরে শক্তি বাড়ানোর প্রস্তাব বারবার নেওয়া হচ্ছে। তাতে এখনও তেমন উল্লেখযোগ্য সাফল্য কিছু আসেনি। কারণ, হিসাবে রাজনৈতিক উপলব্ধি ও সাহসী কর্মীর অভাবকেই উল্লেখ করা হয়েছে। 

পাশাপাশি উল্লেখ করা হয়েছে, তরুণদের অংশগ্রহণ বেড়েছে। কিন্তু সিপিএমের অন্দরে তরুণ প্রজন্মের অন্তর্ভুক্তির ক্ষেত্রে নজরকারার মতো কোনও ঘটনা ঘটেনি। এর আগে সিপিএম রাজ্য সম্পাদক নিজে তরুণ প্রজন্মের হয়ে সওয়াল করেছিলেন। কিন্তু তাতেও খুব একটা পরিবর্তন চোখে পড়েনি বলেও বর্ধিত অধিবেশনের খসড়া প্রতিবেদনে উল্লেখ রয়েছে বলেও সূত্রের দাবি। 

সিপিএমের অন্দরের একাংশ থেকে বলা হয়েছে, সংগঠন মজবুত করতে, বিশেষ করে একবারে তৃণমূল স্তর থেকে নতুন করে সিপিএমকে তৈরি করতে যে নাম বা যে মুখের প্রয়োজন, তার কোনওটাই নেই। তাই বুথ স্তরে তো বটে, এমনকী আঞ্চলিক স্তরেও বাকি রাজনৈতিক দলগুলির থেকে লড়াইয়ে পিছিয়ে পড়ছে সিপিএম। 

CPIM

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর