দীর্ঘ টালবাহানার পর অবশেষে শান্তিনিকেতনের পূর্বপল্লীর মাঠেই শুরু হল পৌষমেলা। এই প্রথমবার সরকারি উদ্যোগে আয়োজিত হবে মেলা। পৌষমেলার ভার্চুয়াল উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৪ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর টানা ৫ দিন ব্যপী এই মেলা চলবে।
WFI Election 2023: কুস্তি ফেডারেশনের সদ্য নির্বাচিত কমিটি ভেঙে দিল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক
'মোরে ডাকি লয়ে যাও মুক্ত দ্বারে’ গানের মধ্যে দিয়ে বৈতালিক ও উপাসনার মধ্যে দিয়ে আজ থেকেই সূচনা হল ১২৫ তম পৌষমেলা। ছাতিমতলায় উপাসনা সারা হয়। এরপর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের জেলাশাসকের ফোনের মাধ্যমে সবাইকে শুভেচ্ছা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী, আনুষ্ঠানিক শুভ সূচনা হয় পৌষমেলার।
তিন বছর পর পৌষমেলা ফিরে পেয়ে বেজায় খুশি স্থানীয় দোকানিরা। ভিন রাজ্য থেকেও ভিড় হতে শুরু করেছে বোলপুরে। সব মিলিয়ে শান্তিনিকেতনে এখন উৎসবের মেজাজ৷