সীমান্তে বর্ডার সিকিউরিটি ফোর্সে গুলিতে এক যুবকের মৃত্যুর অভিযোগ ঘিরে চাঞ্চল্য। রবিবার মুর্শিদাবাদের সাগরপাড়ার চক মথুরা নামের এলাকায় বিএসএফের গুলিতে ওই যুবক প্রাণ হারান বলে অভিযোগ। নিহতের নাম রহুল মণ্ডল। বয়স বছর ২৬। পরিবারের অভিযোগ, পেশায় কৃষক রহুলকে পাচারকারী হিসাবে গুলি করে মেরেছে বিএসএফ। যদিও এই ব্য়াপারে বিএসএফের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
এই ঘটনার পুলিশের দাবি, এদিন সকালে সীমান্ত এলাকায় পাট জমির আড়ালে ফেনসিডিল পাচার করছিল রহুল। সেইসময় কর্তব্য়রত জওয়ানরা তাঁকে এই কাজ থেকে বিরত হতে বলেন। রহুল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গুলি করা হয়। পুলিশের দাবি, বুকে গুলি লেগে মাটিতে লুটিয়ে পড়েন ওই যুবক। কিন্তু পরিবার অভিযোগ করেছে, রহুলের মৃত্যু সম্পর্কে তাঁদের কাছে কোনও খবরই ছিল না। পুলিশ ও বিএসএফ কেউ তাঁদের খবর দেওয়ার প্রয়োজন মনে করেনি। মূলত, একটি খালের পাশে রহুলের দেহ দেখতে পেয়ে প্রথম ছুটে যান ওই মাঠে কাজ করা বাকি কৃষকরা। তারপর পরিবারকে জানানো হয় বলেই দাবি করা হয়েছে।
মৃতের বাড়ি থেকে অভিযোগ করা হয়েছে, রহুল পাচারকারী ছিলেন না। বরং মাঠে বসে পাট বাছাইয়ের কাজ করছিলেন।