আমাদের বাংলা নানা শোভায় সাজানো। রাঢ় অঞ্চলে অবস্থিত বিষ্ণুপুরে পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। মন্দির নগরী বিষ্ণুপুরে ল্যাটেরাইট পাথরে নির্মিত অনেকগুলি মন্দিরও রয়েছে। এছাড়াও কয়েকটি প্রাচীন ধর্মীয় ও অন্যান্য স্থাপত্য আছে। এবার পর্যটকদের জন্য নয়া উদ্যোগ নিল পুরসভা। এই পুরসভার অধীনে মোট ১৯ টি ওয়ার্ড রয়েছে। এক হাজারেরও বেশি গলি পথ রয়েছে, এবার সেগুলোরই নামকরণের উদ্যোগ নিল পুরসভা।
মূল রাস্তা গুলির নাম হবে সেই ওয়ার্ডের খ্যাতনামা ব্যক্তিদের নামে। বিষ্ণুপুর পৌরসভা মনে করছে বিষ্ণুপুরের খ্যাতনামা ব্যক্তিদের কৃতিত্ব ভুলে যাচ্ছে বর্তমান প্রজন্ম। আগামী এক বছর ধরে বিভিন্ন সরণির নামকরণ চলবে। এই নামকরণের প্রক্রিয়া সম্পন্ন হলে সহজেই পর্যটকরা বাইরে থেকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারবেন। পৌরসভার এই উদ্যোগে খুশি বিষ্ণুপুরের সকল মানুষ, খুশি পর্যটক রাও।