গত তিন দিন আন্দোলন ছিল রেল ট্র্যাকের উপরে। শুক্রবার সকাল থেকেই কুড়মিদের সেই আন্দোলন এবার নেমে এল রাস্তায়। তাদের তফশিলি জনজাতির আওতায় আনতে হবে। এই দাবিতে জঙ্গলমহল জুড়ে বিভিন্ন স্টেশনে কুড়মি সম্প্রদায়ের লোকেরা। এদিন সকাল থেকে সেই আন্দোলন রাস্তায় নেমেছে।
অভিযোগ টানা ৭৫ ঘণ্টা রাস্তায় বসে আছেন তাঁরা। কিন্তু সরকারের তাতে কোনও হুঁশ নেই। এই অভিযোগ এদিন সকাল থেকে রাস্তা আটকান তাঁরা। ফলে আপাতত অবরুদ্ধ ৬ নম্বর জাতীয় সড়ক। সার দিয়ে দাঁড়িয়ে পণ্য়বাহী গাড়ি। আশঙ্কা করা হচ্ছে, অবরোধ দীর্ঘ হলে ক্ষতি- হতে পারে প্রায় কোটি টাকার কাঁচামাল।
পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের একাধিক জায়গায় এই অবরোধ চলছে বলে জানা গিয়েছে। কুড়মিদের এই অবরোধের জেরে রোজই ট্রেন বাতিল করতে হচ্ছে দক্ষিণ-পূর্ব রেলকে।