আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই, স্বস্তির কথা এটুকুই। আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। শুক্রবার শনিবারেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ মূলত পরিষ্কারই থাকবে। উত্তরবঙ্গের আবহাওয়াও মূলত পরিষ্কার থাকবে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় কোথাও কোথাও সকালের দিকে কুয়াশা বা ধোঁয়াশা দেখা দিচ্ছে।
তবে শীতের জন্য এখনও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে বঙ্গবাসীকে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আবহাওয়া মোটের উপর মনোরম। সকাল এবং রাতের দেখে হালকা শিরশিরানি অনুভূত হলেও, সারাদিন অস্বস্তিতেই কাটছে। তবে নতুন করে দিন ও রাতের তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। বৃহস্পতিবার কলকাতা ও সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৩ ডিগ্রির আশেপাশে।
বঙ্গোপসাগরে ফের একটি ঘূর্ণাবর্ত দানা বেঁধেছে। যদিও তাঁর প্রভাব বাংলায় পড়বে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, যা দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত। শ্রীলঙ্কা উপকূলের কাছে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে।
পশ্চিমি ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়া প্রবেশ করতে বাধা পাচ্ছে। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৫ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে ২.২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৯ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ ৯৪ শতাংশ ও সর্বনিম্ন ৫৫ শতাংশ।