ইলিশ তুমি কার ? বর্ষা আসার আগেই এই প্রশ্ন এখন বাঙালি মধ্যবিত্তের। কারণ উত্তর থেকে দক্ষিণ প্রতিটি বাজারেই এখন ইলিশের রমরমা। তাই বাঙালির প্রশ্ন এই ইলিশ কোথাকার ? ডায়মন্ড হারবার, কোলাঘাট, বাংলাদেশ নাকি মায়ানমারের ? মাস ফুরোলেই আসছে জামাইষষ্ঠী। ইতিমধ্যেই জামাই আদারের পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে। কিন্তু খটকা ইলিশের জাত নিয়ে।
নিয়ম বলছে, জুন মাসের ১৫ তারিখ পর্যন্ত বাংলাদেশে ইলিশ ধরা নিষিদ্ধ। তাহলে কী ভাবে কলকাতার বাজার ঘুরে বাংলাদেশের ইলিশ চলে আসছে উত্তরবঙ্গের বিভিন্ন বাজারে ? তাহলে কী এটা বাংলাদেশের ইলিশ নয় ? আর এর দামই বা কত ?
জানা গিয়েছে, ছোট-বড় প্রায় প্রতিটি বাজারে কেজি প্রতি এই ইলিশ বিক্রি হচ্ছে হাজার বা দেড় হাজার টাকায়। স্বাদে যাই হোক না কেন, ক্রেতা বাংলাদেশি ইলিশ বলেই তা বাড়ি নিয়ে যাচ্ছেন। বিশেষজ্ঞদের দাবি, এই ইলিশ বাংলাদেশের নয়। এই সময় বাইরে থেকে যে ইলিশ বাজারে আসে, তা মায়ানমারের। আর সেটাই ছোট-বড় প্রায় সব বাজারেই বিক্রি হচ্ছে বাংলাদেশের ইলিশ হয়ে।