Bogtui Case : উদ্ধার ঝুলন্ত দেহ, বীরভূমের সিবিআই হেফাজতে মৃত বগটুইয়ে মূল অভিযুক্ত লালনের

Updated : Dec 19, 2022 18:52
|
Editorji News Desk

সিবিআই হেফাজতে মৃত্যু বগটুইকাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের। সিবিআই সূত্রে সোমবার এই খবর জানানো হয়েছে। তবে কী কারণে লালনের মৃত্যু হয়েছে, তা স্পষ্ট করা হয়নি। সূত্রের খবর, রামপুরহাটের সিবিআই ক্য়াম্পেই রাখা আছে দেহ। এই মাসের গোড়ায় বগটুইয়ের ঘটনার মূল অভিযুক্ত লালন শেখকে গ্রেফতার করা হয়েছিল। ঝাড়খণ্ডের পাকুড় থেকে তাকে গ্রেফতার করেছিল সিবিআই। গত চার ডিসেম্বর তাকে তোলা হয় রামপুরহাটের বিশেষ আদালতে। তারপর থেকে সিবিআই হেফাজতেই ছিল তৃণমূলের এই জেলার নেতা। লালনের বিরুদ্ধে বগটুইয়ে আগুন লাগানোর অভিযোগ ছিল। এদিকে, বীরভূম জেলা পুলিশ জানিয়েছে, সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত করবে জেলা পুলিশ। উল্লেখ্য, গত ২১ মার্চ সন্ধেয় বড়শাল গ্রামপঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ খুন হন। এরপর রাতে বগটুইতে একের পর এক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। ওই ঘটনায় এখনও পর্যন্ত মোট ১০ জনের মৃত্যু হয়েছে।

গত মার্চ মাসের ঘটনা । তারপর কেটে গিয়েছে প্রায় নয় মাস । অবশেষে সিবিআইয়ের (CBI) জালে ধরা পড়েছিল বীরভূমের (Birbhum) বগটুই (Bogtui Murder Case) গণহত্যা ও অগ্নিসংযোগের অভিযোগের ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত লালন শেখ । বগটুইয়ের ঘটনায় নিহত তৃণমূল (TMC) নেতা ভাদু শেখের ছায়াসঙ্গী লালন শেখের দীর্ঘদিন কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না । অবশেষে গত শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয় । রবিবার তাকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয় ।

বগটুই-কাণ্ডে এর আগেও একাধিক অভিযুক্তকে গ্রেফতার করেছে সিবিআই । লালনের আগে সিবিআইয়ের জালে ধরা পড়েছে সোনা শেখ । অন্যতম চক্রী আনারুল শেখকে আগেই গ্রেফতার করা হয়েছিল।

Bhadu SheikhCBI ArrestBogtuiBirbhum

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর