গুয়াহাটি-বিকানের এক্সপ্রেস (Guwahati-Bikaner Express) দুর্ঘটনার (Accident) তদন্ত শুরু করলেন কমিশনার অফ রেলওয়ে সেফটি (Railway Safety)। রবিবার তদন্তের শুরুতেই জিজ্ঞাসাবাদ করা হয় দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের চালক, সহকারী চালক ও গার্ডকে। দুই টন ওজনের ট্র্যাকশন মোটর কীভাবে ভেঙে পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে তদন্তে।
জানা গেছে, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ট্রেনটি বিকেল চারটে পাঁচ নাগাদ ছাড়ে। হল্ট না থাকা সত্ত্বেও তা জলপাইগুড়ি রোড স্টেশনে দাঁড় করানো হয়। এমার্জেন্সি কারণেই দাঁড় করানো হয় ট্রেন। রাণিনগর স্টেশন পেরোনোর সময় ইঞ্জিন ও জেনারেল কামরার নিচে আগুনের ফুলকি দেখতে পান লাইনের কর্মীরা। চালক ও গার্ডকে জানানো হয়। কন্ট্রোল রুমেও রিপোর্ট করা হয়। কিন্তু তখন সেভাবে কিছু নজরে পড়েনি।
আরও পড়ুন: বিকানের এক্সপ্রেস দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে এলেন কমিশনার অফ রেলওয়ে সেফটি
রেলের লাইন পরীক্ষার কাজে নিযুক্ত কর্মীরা জানিয়েছেন, লাইনে কোনও ত্রুটি ছিল না। কমিশনার অফ রেলওয়ে সেফটি খতিয়ে দেখতে চাইছেন, রাণিনগর স্টেশনে কেন ট্রেনটি দাঁড়িয়েছিল। কর্মীদের কিছু চোখে পড়েছে কিনা। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের ইঞ্জিন পরীক্ষা করা হচ্ছে। সোমবার তদন্তের জন্য ফরেনসিক টিম আসবে।