‘সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল’....
মাছে ভাতে বাঙালির সবচেয়ে প্রিয় খেলা ফুটবল। আর এই খেলার সঙ্গে জড়িয়ে আছে নানা ইতিহাসও। এবার একাদশ শ্রেণির ‘স্বাস্থ্য ও শরীর শিক্ষা’ বিষয়ক পাঠক্রমে জুড়তে চলেছে মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডান স্পোর্টিং এর ইতিহাস। রাজ্যের ছাত্র-ছাত্রীরা যাতে গোড়া থেকে বাংলার এই তিন দলের লড়াই সংগ্রামের ইতিহাস জানতে পারে, সেই লক্ষ্যেই এই সিদ্ধান্ত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের।
Shiboprosad Mukherjee Hospitalized: হাসপাতালে শিবপ্রসাদ মুখোপাধ্যায়! 'বহুরুপী'র শুটিং চলাকালীন গুরুতর চোট
শুধু ইতিহাস জানাই নয়, এই বিষয়ে একাদশ দ্বাদশের ছাত্র-ছাত্রীরা প্রজেক্টও সাবমিট করতে পারবেন। কলকাতার তিনটি শতাব্দীপ্রাচীন ক্লাব দেশের ক্রীড়া মহলে বেশ গুরুত্বপূর্ণ। দেশে আর এমন নিদর্শন নেই। এবার এই তিন ক্লাবের স্বর্ণ যুগের কথাই লেখা থাকবে পাঠ্যবইয়ের পাতায়।