রাজ্যে ক্রমেই দাঁত নখ বের করতে শুরু করেছে ডেঙ্গি। আক্রান্ত ও মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। প্রশাসনের গাফিলতির অভিযোগও উঠেছে একাধিক জায়গায়। জেলায় জেলায় নবান্নের তরফে নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে, ডেঙ্গি বিরোধী অভিযান চালানোর৷ সেই মতো কলকাতা ও পার্শ্ববর্তী পুর এলাকায় ডেঙ্গি অভিযান চালানো হলেও, তা যে কার্যত ব্যর্থ সেকথা ফের প্রমাণ করে দিল কলকাতা লাগোয়া বরাহনগর পুরসভার ডেঙ্গি আক্রান্তের সংখ্যা।
এই মুহূর্তে বরাহনগর পুরসভা এলাকায় ডেঙ্গি আক্রান্ত ২৯ জন। গত ৩ দিনে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন আরও ৪ জন। এমত অবস্থায় বরাহনগর পৌরসভার স্বাস্থ্য বিভাগের তরফে ডেঙ্গি সচেতনামূলক প্রচার চালানো হয় বুধবার সকালে। পুর এলাকার ৯ ও ৩ ওয়ার্ডে পৌর পারিষদ সদস্য (স্বাস্থ্য) রামকৃষ্ণ পালের তত্ত্বাবধানে এই প্রচারাভিযান চলে৷
কোন মশা থেকে ডেঙ্গি হয়, ডেঙ্গি রোধের উপায়, এই সম্পর্কে জনসাধারণকে দেওয়া হয় সচেতনতা মূলক বার্তা। এদিন বাড়ি বাড়ি দেওয়া হয় মশা মারার ওষুধ, রাস্তাঘাটে ছড়ানো হয় ব্লিচিং পাউডার। আবাসিকদের দাবি, তারা যথেষ্ট সতর্ক রয়েছেন৷ কিন্তু পুরসভার ভূমিকাও যথেষ্ট নয় বলেই অভিযোগ তাদের।