জেলার সরকারি হাসপাতালগুলি থেকে রোগীদের কলকাতার হাসপাতালে রেফার করে দেওয়ার প্রবণতা দেখা যায়। এবার 'রেফার' আটকাতে নয়া পদক্ষেপ স্বাস্থ্য দফতরের। জেলা হাসপাতালে কোন কোন পরিষেবা রোগীকে দেওয়া বাধ্যতামূলক সে সম্পর্কে একটি নির্দিষ্ট তালিকা প্রকাশ করা হয়েছে।
SSC Recruitment: 'যোগ্য' প্রার্থীদের চাকরি দেবে এসএসসি, তালিকায় রয়েছেন আন্দোলনকারীরাও
ডায়গনস্টিক, মেডিসিন, অর্থোপেডিক, অপথ্যালমোলজি, গাইনোকোলজি, পেডিয়াট্রিক-সহ মোট ৩৭০ টি পরিষেবার নাম উল্লেখ করে এমার্জেন্সি ক্যাটাগরিতে রাখা হয়েছে। অর্থাৎ এই ধরনের চিকিৎসার জন্য অন্য হাসপাতালে রেফার করা যাবে না। জেলা হাসপাতালে উন্নত পরিষেবা না থাকলেই একমাত্র অন্য হাসপাতালে রেফার করা যাবে। এছাড়াও বেসরকারি হাসপাতালের ক্ষেত্রেও স্বাস্থ্যসাথী সংক্রান্ত ও একাধিক নিয়ম এনে স্বাস্থ্য দফতর।